Ajker Patrika

মজুত রেখে পেঁয়াজ–ডিম পচাবে, এটা চলবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মজুত রেখে পেঁয়াজ–ডিম পচাবে, এটা চলবে না: প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের মজুতদারদের হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা মজুত করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তাদের খুঁজে বের করে সাজার ব্যবস্থা করা হবে।

আজ শনিবার রাজধানীর কাওলার সিভিল অ্যাভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন শেখ হাসিনা। 

মজুতদারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সরকার প্রধান বলেন, ‘অনেক সময় দেখি অনেকে কোনো কোনো জিনিস মজুত করে। এই মজুতদারি, কালোবাজারি যারা করে তাদের খুঁজে বের করতে হবে— এরা কে? কোথায়? মজুত রেখে পেঁয়াজ পচাবে, ডিম পচাবে, আর মানুষকে বেশি দামে কিনতে হবে— এটা চলবে না। ওই মজুত যারা করে তাদের খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। যথাযথ সাজার ব্যবস্থা করা হবে। যাতে দেশের মানুষ যেন কষ্ট না পায়।’

পুরো ঢাকা ঘিরে এলিভেটেড সার্কুলার রোড তৈরি করে দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কোনো জমি অধিগ্রহণ না করে, পুরো ঢাকা ঘিরে হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেটার জন্য চিন্তাভাবনা আছে। আমরা কাজ করছি।’

সরকারের তিন মেয়াদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণখান, উত্তরখানসহ বিভিন্ন জায়গায় রেললাইন আছে, এখানে অসুবিধা, যানজট হয়। যেখানে যেখানে রেলগেট সেখানে আমরা ওভারপাস করে দেব। যাতে যোগাযোগে অসুবিধা না হয়, রেলের জন্য আটকে না থাকতে হয়। কারণ সকলের সুযোগ–সুবিধা দেখার দায়িত্ব আমাদের।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত