Ajker Patrika

থ্রি-আই ফার্স্ট ফান্ডের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
থ্রি-আই ফার্স্ট ফান্ডের আবেদন শুরু

পুঁজিবাজারে আসছে ২৫ কোটি টাকার বে-মেয়াদি থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটিকে বাজারে আনছে নতুন প্রজন্মের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। কোম্পানি নিজেই ফান্ডের উদ্যোক্তা হিসেবে ১০ শতাংশ জোগান দিচ্ছে। আজ রোববার থেকে মিউচুয়াল ফান্ডটির আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।

গতকাল রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইস্তাক আহমেদ শিমুল।

ইস্তাক আহমেদ শিমুল বলেন, বিগত তিন বছরে বেশির ভাগ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারেনি। আমাদের চেষ্টা থাকবে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন দেওয়ার। আমরা আশা করি, ডাবল ডিজিটের লভ্যাংশ দিতে পারব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত