Ajker Patrika

২০ জানুয়ারির পর শুরু হবে বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০ জানুয়ারির পর শুরু হবে বাণিজ্য মেলা

চলতি মাসের ২০ জানুয়ারির পর শুরু হতে যাচ্ছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও প্রতিবছর ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। তবে এ বছর জাতীয় নির্বাচনের কারণে মেলা শুরু হতে দেরি। মেলা শুরুর জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে মেলার তারিখ ঘোষণা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এই মেলা। যেদিনই শুরু হোক, তা চলবে এক মাস। ইতিমধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ স্টল নেওয়ার জন্য আবেদন করেছে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসের ২০-২৫ জানুয়ারির মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া সময় সাপেক্ষে মেলা উদ্বোধন করা হবে। মেলায় ৩৩১টি প্যাভিলিয়ন রয়েছে। বিশ্বের ১২-১৪টি দেশ মেলায় অংশগ্রহণ করে আসছে। ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়টি হাইলাইটস করা হবে।

জানা গেছে, দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে। গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। এ বছর মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টলের ভাড়া ন্যূনতম ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে সাধারণ স্টলের ৪ লাখ টাকা ও সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত