Ajker Patrika

বছরের শুরুতেই বাড়ল তেলের দাম 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৫: ৪১
বছরের শুরুতেই বাড়ল তেলের দাম 

নতুন বছর, অর্থাৎ ২০২৪ সালের শুরুতেই বেড়েছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, নতুন বছরের শুরুতেই জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় দেড় শতাংশ। মধ্যপ্রাচ্যে জলসীমায় জ্বালানি তেল পরিবহন ব্যাহত হওয়া, বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক চীনে জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়াসহ নানা কারণেই তেলের দাম বেড়েছে।

অপরিশোধিত ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে, অর্থাৎ ১ দশমিক ২০ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭৮.২৪ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৬৬ ডলার; এ ক্ষেত্রে দাম বেড়েছে প্রায় ১ দশমিক ৪ শতাংশ। 

অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, চলতি বছরে ব্যারেলপ্রতি অপরিশোধিত ব্রেন্টের দাম বেড়ে দাঁড়াতে পারে ৮২ দশমিক ৫৬ ডলারে। গত বছর, অর্থাৎ ২০২৩ সালে ব্রেন্টের গড় দাম ছিল ৮২ দশমিক ১৭ ডলার। অর্থাৎ নতুন বছরে ব্রেন্টের দাম কিঞ্চিৎ বাড়তে পারে। বিশ্লেষকেরা বলছেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা তুলনামূলক কম থাকবে। তবে বিদ্যমান বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা দাম পড়ার যে প্রবণতা সেটিকে ঠেকিয়ে রাখবে। 

সাংহাইভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিএমসি মার্কেটসের বিশ্লেষক লিওন লি চীনের আসন্ন চন্দ্র বর্ষকেন্দ্রিক উৎসবের বিষয়টিকে ইঙ্গিত করে বলছেন, ‘লোহিত সাগরে উদ্ভূত পরিস্থিতি ও চীনের বসন্তকালে জ্বালানির বাড়তি চাহিদার কারণে তেলের দাম প্রভাবিত হতে পারে।’ তিনি আরও বলেন, চীনে জ্বালানির বাড়তি চাহিদার কারণে জানুয়ারিতে তেলের দাম আবারও বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত