নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের মতে, এ পদক্ষেপ রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে।
আজ শনিবার (১৭ মে) পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে স্বার্থসংঘাত, দুর্নীতি ও জবাবদিহির অভাব দীর্ঘদিনের সমস্যা। তাই বিকেন্দ্রীকরণের উদ্যোগ সময়োপযোগী হলেও, তা হতে হবে স্বচ্ছ ও পরামর্শনির্ভর।
টিআইবি বলছে, এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করে অধ্যাদেশ জারি করায় এ উদ্যোগের স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এভাবে হঠাৎ করে অধ্যাদেশ জারি করে রাজস্ব ব্যবস্থাকে অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভাগে পরিণত করা হলে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব বাড়বে, কমবে না। আন্তর্জাতিক মান অনুযায়ী, রাজস্বনীতি ও ব্যবস্থাপনায় একটি স্বাধীন ও আইনি সুরক্ষাসম্পন্ন সংস্থা থাকা জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশে কর ফাঁকি, চালান জালিয়াতি, দুর্নীতি ও রাজস্ব পাচার রোধ এখনো বড় চ্যালেঞ্জ। আয়কর ও ভ্যাট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর অসম্পূর্ণ, জবাবদিহি দুর্বল। এর ওপর পাবলিক অডিট অধ্যাদেশের মাধ্যমে সিএজির ক্ষমতা সংকুচিত হওয়ায় অনিয়মের সুযোগ আরও বেড়েছে।
টিআইবির আশঙ্কা, এই সংস্কার নামের কাঠামোগত পরিবর্তন রাজস্ব প্রশাসনের মূল লক্ষ্যকে বিভ্রান্ত করতে পারে। তারা মনে করে, শুধু বিভাগ আলাদা করলেই কাঙ্ক্ষিত ফল আসবে না—প্রয়োজন রাজনৈতিক প্রভাবমুক্ত স্বশাসিত কাঠামো ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা।
বিবৃতিতে টিআইবি অবিলম্বে অধ্যাদেশ স্থগিত করে বিশেষজ্ঞ, অংশীজন ও সংশ্লিষ্ট মহলের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ মূল্যায়নের মাধ্যমে নীতিনির্ধারণের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ বাতিল করে অংশীজনদের মতামত নিয়ে সংস্কার এগিয়ে নেওয়ার দাবিতে গত বুধবার থেকে কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কলম বিরতির ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ওই দিন দুপুরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের মতে, এ পদক্ষেপ রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে।
আজ শনিবার (১৭ মে) পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে স্বার্থসংঘাত, দুর্নীতি ও জবাবদিহির অভাব দীর্ঘদিনের সমস্যা। তাই বিকেন্দ্রীকরণের উদ্যোগ সময়োপযোগী হলেও, তা হতে হবে স্বচ্ছ ও পরামর্শনির্ভর।
টিআইবি বলছে, এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করে অধ্যাদেশ জারি করায় এ উদ্যোগের স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এভাবে হঠাৎ করে অধ্যাদেশ জারি করে রাজস্ব ব্যবস্থাকে অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভাগে পরিণত করা হলে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব বাড়বে, কমবে না। আন্তর্জাতিক মান অনুযায়ী, রাজস্বনীতি ও ব্যবস্থাপনায় একটি স্বাধীন ও আইনি সুরক্ষাসম্পন্ন সংস্থা থাকা জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশে কর ফাঁকি, চালান জালিয়াতি, দুর্নীতি ও রাজস্ব পাচার রোধ এখনো বড় চ্যালেঞ্জ। আয়কর ও ভ্যাট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর অসম্পূর্ণ, জবাবদিহি দুর্বল। এর ওপর পাবলিক অডিট অধ্যাদেশের মাধ্যমে সিএজির ক্ষমতা সংকুচিত হওয়ায় অনিয়মের সুযোগ আরও বেড়েছে।
টিআইবির আশঙ্কা, এই সংস্কার নামের কাঠামোগত পরিবর্তন রাজস্ব প্রশাসনের মূল লক্ষ্যকে বিভ্রান্ত করতে পারে। তারা মনে করে, শুধু বিভাগ আলাদা করলেই কাঙ্ক্ষিত ফল আসবে না—প্রয়োজন রাজনৈতিক প্রভাবমুক্ত স্বশাসিত কাঠামো ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা।
বিবৃতিতে টিআইবি অবিলম্বে অধ্যাদেশ স্থগিত করে বিশেষজ্ঞ, অংশীজন ও সংশ্লিষ্ট মহলের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ মূল্যায়নের মাধ্যমে নীতিনির্ধারণের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ বাতিল করে অংশীজনদের মতামত নিয়ে সংস্কার এগিয়ে নেওয়ার দাবিতে গত বুধবার থেকে কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কলম বিরতির ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ওই দিন দুপুরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
দেশের কর-জিডিপি অনুপাত উদ্বেগজনকভাবে কম। করদাতারা যথাযথ সেবা না পাওয়ায় কর দিতে নিরুৎসাহিত হন। এর ফলে রাজস্ব ঘাটতি বাড়ছে এবং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাত চরম অর্থাভাবের মুখে পড়ছে। বিশ্বের উন্নত অর্থনীতিগুলো যেখানে বন্ডনির্ভর, সেখানে বাংলাদেশের বন্ড বাজার খুবই ক্ষুদ্র এবং করপোরেট বন্ড কার
৬ ঘণ্টা আগেআগস্ট মাসে ব্যাংক খাতে ঋণের চিত্রে স্পষ্ট পরিবর্তন এসেছে। কয়েক মাস আগে তারল্যসংকট নিয়ে উদ্বেগ থাকলেও এখন অনেক ব্যাংকের হাতে বাড়তি নগদ অর্থ রয়েছে। ফলে নতুন করে ঋণ নেওয়ার চাহিদা কমেছে আর আগের ঋণ পরিশোধ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে কলমানি, রেপো, বিশেষ তারল্য সহায়তা
৬ ঘণ্টা আগেসেপ্টেম্বর মাসেও ইতিবাচক ধারা বজায় রেখেছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। মাসের প্রথম ২১ দিনে প্রায় ২ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এই প্রবণতা বজায় থাকলে মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়াতে পারে।
১১ ঘণ্টা আগেমোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে বাজার দখলচেষ্টার তদন্ত ও বিচার ‘প্রতিযোগিতা কমিশনে’ চলতে কোনো বাধা নেই। আজ সোমবার এ রায় দিয়েছে প্রতিযোগিতা কমিশন।
১৩ ঘণ্টা আগে