Ajker Patrika

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা আগ্রহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানায় শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল।

সাক্ষাতে অংশ নেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ঐরাসেকারা, ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে এবং চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ। এ সময় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ, অপারেশনাল কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে সম্ভাবনাময় খাতগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে বেশ কিছু অস্থিরতা দেখা গেলেও বিদেশি বিনিয়োগকারীদের এই আগ্রহ বাজারের জন্য ইতিবাচক সংকেত বহন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিএসইসির পক্ষ থেকে বিদেশি বিনিয়োগের জন্য নীতিগত সহায়তা ও সম্ভাব্য সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত