Ajker Patrika

টিসিবির খোলা ট্রাকে আগামীকাল থেকে মিলবে তেল-ডাল-আলু ও পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৩: ২১
টিসিবির খোলা ট্রাকে আগামীকাল থেকে মিলবে তেল-ডাল-আলু ও পেঁয়াজ

আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে সয়াবিন তেল, ডাল, আলু ও পেঁয়াজ বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবি। আজ সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে থাকা মানুষেরা এসব পণ্য কিনতে পারবেন।

তপন কান্তি ঘোষ বলেন, রাজধানীতে অনেক দরিদ্র ও ভাসমান মানুষ বসবাস করছেন। যাঁদের জাতীয় পরিচয়পত্র গ্রামের ঠিকানায় করা। এ জন্য তাঁরা বঞ্চিত হচ্ছেন। এসব দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার খোলাবাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। 

বাণিজ্যসচিব বলেন, সম্প্রতি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যাতে করে নিম্ন আয়ের ও ভাসমান মানুষেরা এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারে। তবে ফ্যামিলি কার্ডধারীরা যদি লাইনে এসে দাঁড়ান সে ক্ষেত্রে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়বে বলেও মনে করেন তিনি। 

কত দিন এ কার্যক্রম চলবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলেননি সচিব। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এভাবে খোলা বাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

টিসিবির খোলা ট্রাকে আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত