যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্র ২০২৮ সালে রাশিয়ার ইউরেনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পূর্বসতর্কতা হিসেবে মস্কোই এই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ইউরেনিয়াম রপ্তানিকারক প্রতিষ্ঠান টেনেক্স তার মার্কিন ক্রেতাদের বলে দিয়েছে, যেকোনো সময় ক্রেমলিন রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
যুক্তরাষ্ট্রে কাজ করা টেনেক্সের সহযোগী প্রতিষ্ঠান তার মার্কিন ক্রেতা কনস্টেলেশন এনার্জি করপোরেশন, ডিউক এনার্জি করপোরেশন ও ডমিনিয়ন এনার্জি ইনকরপোরেশনকে জানিয়ে দিয়েছে, মস্কো যেকোনো সময় যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে। তাই তারা যেন আগাম ব্যবস্থা গ্রহণ করে।
তবে সূত্র জানিয়েছে, ক্রেমলিন এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। কনস্টেলেশন এনার্জি করপোরেশন, ডিউক এনার্জি করপোরেশন এবং ডমিনিয়ন এনার্জি ইনকরপোরেশনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার এমন পদক্ষেপ ইউরেনিয়ামের বাজারে ব্যাপক তুলকালাম তৈরি করতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়ামের দাম বেড়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানি নিষিদ্ধ করলে তার কী প্রভাব যুক্তরাষ্ট্রের ওপর পড়বে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো মূল্যায়ন পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাশিয়া যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম চাহিদার প্রায় এক-চতুর্থাংশ পূরণ করে থাকে এবং দেশটিতে যেসব বেসরকারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে তার ৯০ শতাংশ চুল্লির জ্বালানি সরবরাহ করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকেই সবচেয়ে বেশি ইউরেনিয়াম কিনেছে।
যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্র ২০২৮ সালে রাশিয়ার ইউরেনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পূর্বসতর্কতা হিসেবে মস্কোই এই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ইউরেনিয়াম রপ্তানিকারক প্রতিষ্ঠান টেনেক্স তার মার্কিন ক্রেতাদের বলে দিয়েছে, যেকোনো সময় ক্রেমলিন রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
যুক্তরাষ্ট্রে কাজ করা টেনেক্সের সহযোগী প্রতিষ্ঠান তার মার্কিন ক্রেতা কনস্টেলেশন এনার্জি করপোরেশন, ডিউক এনার্জি করপোরেশন ও ডমিনিয়ন এনার্জি ইনকরপোরেশনকে জানিয়ে দিয়েছে, মস্কো যেকোনো সময় যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে। তাই তারা যেন আগাম ব্যবস্থা গ্রহণ করে।
তবে সূত্র জানিয়েছে, ক্রেমলিন এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। কনস্টেলেশন এনার্জি করপোরেশন, ডিউক এনার্জি করপোরেশন এবং ডমিনিয়ন এনার্জি ইনকরপোরেশনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার এমন পদক্ষেপ ইউরেনিয়ামের বাজারে ব্যাপক তুলকালাম তৈরি করতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়ামের দাম বেড়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানি নিষিদ্ধ করলে তার কী প্রভাব যুক্তরাষ্ট্রের ওপর পড়বে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো মূল্যায়ন পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাশিয়া যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম চাহিদার প্রায় এক-চতুর্থাংশ পূরণ করে থাকে এবং দেশটিতে যেসব বেসরকারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে তার ৯০ শতাংশ চুল্লির জ্বালানি সরবরাহ করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকেই সবচেয়ে বেশি ইউরেনিয়াম কিনেছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে