Ajker Patrika

বেস্ট হোল্ডিংসের আইপিও পদ্ধতি স্থগিতের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেস্ট হোল্ডিংসের আইপিও পদ্ধতি স্থগিতের রিট খারিজ

ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে যেকোনোসংখ্যক শেয়ারের জন্য আবেদন করার সুযোগ বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে আদালত এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের কাছে করা বিনিয়োগকারীদের আবেদন আগামী ৪ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

১০ জানুয়ারি আরিফ উল্লাহ নামের এক বিনিয়োগকারী উচ্চ আদালতে বেস্ট হোল্ডিংসের সাবস্ক্রিপশনের সর্বোচ্চ সীমাবিষয়ক নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করেন। এরপর গত সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর যৌথ বেঞ্চে এটি উপস্থাপন করা হয়।

তবে রিটকারীর আবেদনটি আদালত খারিজ করে দেন। শুনানি শেষে সর্বোচ্চ সীমাবিষয়ক বিএসইসির সিদ্ধান্ত রিট আবেদনকারীকে জানিয়ে তাঁর আবেদনটি নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন আদালত। ফলে আইপিও কার্যক্রম অব্যাহত থাকবে। 

আইপিও আবেদনের ক্ষেত্রে আগের পদ্ধতি বা প্রতি বিনিয়োগকারীর ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ একই পরিমাণ শেয়ারের জন্য আবেদন করার পদ্ধতি বহাল রাখার আবেদন করা হয়েছিল আরিফ উল্লাহর রিটে।

এতে বলা হয়, বিএসইসি ক্ষমতাবলে শর্ত শিথিল করে কোম্পানিটির আইপিওতে আবেদনের ক্ষেত্রে বিশেষ যে সুযোগ দিয়েছে, তাতে সাধারণ; বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। গত রোববার থেকে বেস্ট হোল্ডিংসের আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত