Ajker Patrika

এবার দারাজকে বাণিজ্য মন্ত্রণালয়ের শোকজ

অর্চি হক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০: ১৯
এবার দারাজকে বাণিজ্য মন্ত্রণালয়ের শোকজ

অস্বাভাবিক কম মূল্যে পণ্য কেনার অফারে প্রলুব্ধ হয়ে বিপাকে পড়েছেন ইভ্যালি, ইঅরেঞ্জের মতো ই-কমার্স প্ল্যাটফর্মের হাজার হাজার গ্রাহক। এখন টাকা ফেরত পাওয়াই অনিশ্চিত হয়ে পড়েছে। একই ধরনের অফার দেওয়ার কারণে এবার আরেক ই-কমার্স কোম্পানি দারাজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দারাজের ঠিকানায় এ কারণ দর্শানোর চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান। 

ই-কমার্স বিষয়ক নীতিমালা না মেনে এক টাকার গেম ক্যাম্পেইন চালানোর কারণে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব। ‘দারাজের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না’ মর্মে পাঠানো শোকজ নোটিশের জবাব দিতে কর্তৃপক্ষকে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। 

এর আগে, গত রোববারে (৭ নভেম্বর) এক টাকার গেম ক্যাম্পেইন বন্ধ করতে দারাজকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এরপরে দারাজ সেই ক্যাম্পেইন সাময়িকভাবে বন্ধ করলেও আবার তা চালু করে। 

এ বিষয়ে এএইচএম শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ওরা যে এক টাকার গেম করছে, এ ব্যাপারে আমরা রোববারে তাদের বন্ধ করার জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা আবার সেটা চালু করেছে। এজন্য আজকে শোকজ করা হয়েছে। 

শফিকুজ্জামান জানান, সিআইডি থেকে দারাজের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দারাজের ফেসবুক ফ্যান পেজে এখনও এক টাকার গেম চলছে। সিআইডির কাছ থেকে এমন তথ্য পাওয়ার পরেই দারাজকে কারণ দর্শানোর চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। 

এ ব্যাপারে কথা বলতে দারাজের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে তারা লিখিতভাবে প্রশ্ন পাঠাতে বলে। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো জবাব পাওয়া যায়নি। 

অন্যদিকে ই-কমার্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশও (ই-ক্যাব) দারাজকে এক টাকার গেম বন্ধ না করায় চিঠি দেবে বলে জানিয়েছেন ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আমরা মৌখিকভাবে দারাজকে বলেছিলাম অফারটি বন্ধ করতে। গত ৩ নভেম্বর আমরা ওদের ডেকে এনে বলেছিলাম এটা বন্ধ করতে। আমরা সবাইকেই প্রথমে মৌখিকভাবে বলি। এরপরও বন্ধ না হলে আমরা লিখিত নোটিশ পাঠাই। এক্ষেত্রেও সেটি করা হবে। 

চলতি নভেম্বরে এক টাকার গেম ক্যাম্পেইন শুরু করে দারাজ। এই ক্যাম্পেইনে থাকছে এক টাকার বিনিময়ে দামি গাড়ি, মোটরসাইকেল ও মোবাইলফোনসহ বহু পণ্য জেতার সুযোগ। এক টাকায় লোভনীয় সব পণ্য জেতার সুযোগ থাকায় মানুষ এই ক্যাম্পেইনে হুমড়ি খেয়ে পড়ছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, অযৌক্তিক দামে পণ্য পাওয়ার সুযোগ থাকায় ই-কমার্স বিষয়ক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এই ক্যাম্পেইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত