আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কীভাবে এ টাকা খরচ হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না অর্থ উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।
জবাবে সম্পূরক উত্তর হিসেবে এ সময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মোটিভেটেড কাজে বিদেশি অর্থ ব্যবহার না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে। তবে জো বাইডেনের পাঠানো অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বা খরচের খাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
মূল্যস্ফীতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশ হলেও রমজান শেষ হওয়ার পর এই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি রমজানের সময়ও যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কিছু টাকা পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশে কোথায় কীভাবে এ টাকা খরচ হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তদন্ত করবেন কি না অর্থ উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।
জবাবে সম্পূরক উত্তর হিসেবে এ সময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মোটিভেটেড কাজে বিদেশি অর্থ ব্যবহার না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে। তবে জো বাইডেনের পাঠানো অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বা খরচের খাত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
মূল্যস্ফীতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশ হলেও রমজান শেষ হওয়ার পর এই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি রমজানের সময়ও যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে।
প্রয়োজন না থাকা সত্ত্বেও অনুমোদন পাচ্ছে কৃষিবিদ ইনস্যুরেন্স লিমিটেড নামে নতুন একটি নন-লাইফ বিমা কোম্পানি। মিরপুরের কাজীপাড়ায় সদর দপ্তর থাকা কোম্পানিটির চেয়ারম্যান ড. মো. আলী আফজাল। বর্তমানে দেশে ৪৬টি নন-লাইফ অর্থাৎ সাধারণ বিমা কোম্পানি রয়েছে।
৬ ঘণ্টা আগেকরপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে দেশের ব্যাংকগুলোর ব্যয় অস্বাভাবিকভাবে কমে গেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ৬ মাসে ব্যাংকগুলোর যেখানে সিএসআর খাতে মোট খরচ হয়েছিল ৩০৭ কোটি, চলতি বছরের একই সময়ে সে ব্যয় অর্ধেকের বেশি কমে নেমেছে মাত্র ১৫০ কোটি ৫৬ লাখ টাকায়।
৬ ঘণ্টা আগেলন্ডনভিত্তিক বাণিজ্যিক আইন পরামর্শক সংস্থা এইচএফডব্লিউতে যুক্ত রয়েছেন আইনজীবী হেনরি ক্ল্যাক। সাগরপথে বিশ্বজুড়ে সাইবার হামলার শিকার শিপিং কোম্পানিগুলোর পক্ষে কাজ করেন তিনি। ক্লায়েন্টদের হয়ে কীভাবে তিনি অপরাধী চক্রকে মোকাবিলা করেন, তা নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন তিনি।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের কাছ থেকে চীনের শিপইয়ার্ডে তৈরি দুটি নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল বুধবার এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত অনুমোদন দেয়।
১৪ ঘণ্টা আগে