Ajker Patrika

আলু রপ্তানির রূপরেখা প্রণয়ন করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলু রপ্তানির রূপরেখা প্রণয়ন করেছে সরকার

আলু রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এই কৃষিপণ্য রপ্তানিতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ আলু রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী। 

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আলু রপ্তানি বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এরই মধ্যে আলু রপ্তানি বৃদ্ধির জন্য খসড়া রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো নিরসনকল্পে কাজ চলছে। 

কৃষিমন্ত্রী বলেন, দেশের আবহাওয়া ও মাটি আলু চাষের অনুকূল। আলুর বাজার ও চাহিদা বাড়াতে পারলে উৎপাদন আরও অনেকগুণ বাড়ানো সম্ভব। সে জন্য আমরা বিদেশে আলুর বাজার বিস্তৃত করতে কাজ করছি। 

দেশে বর্তমানে বছরে ১ কোটি টনেরও বেশি আলু উৎপাদিত হয় উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আলুর ভালো জাতের অভাব এত দিন আলু রপ্তানিতে বড় বাধা ছিল। এরই মধ্যে বিদেশ থেকে বেশ কিছু উন্নত জাত আনা হয়েছে। এ ছাড়া, আলুর জাত অবমুক্তিতে আগে নিবন্ধন লাগত, সেটিকে আমরা উন্মুক্ত (নন-নোটিফায়েড) করে দিয়েছি। ফলে বেসরকারি খাত কিছু উন্নত জাত নিয়ে এসেছে। এ জাতগুলোর সক্ষমতা, উৎপাদনশীলতা, গুণাগুণসহ ভালো ফলাফল পাওয়া গেছে। এ রপ্তানিযোগ্য জাতগুলো মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ ও কৃষকের কাছে জনপ্রিয় করতে কাজ চলছে। জাত নিয়ে আর সমস্যা থাকবে না। 

এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতির সভাপতি শেখ আব্দুল কাদের, সদস্যসচিব জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ, নির্বাহী সদস্য সুফিয়ান আহামেদ, জিয়াউল হক, রাশেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রতিনিধিদল আলুর রপ্তানি বৃদ্ধির জন্য রপ্তানিযোগ্য জাতগুলো মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ ও কৃষকের কাছে জনপ্রিয়করণ, অ্যাসোসিয়েশনকে গবেষণার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি মন্ত্রণালয় প্রণীত রোডম্যাপের সঠিক বাস্তবায়নের দাবি জানান। 

এ ছাড়া আলু পরিবহনে কুল চেইন বজায় রাখতে প্লাগ ইন সেন্টারসহ অবকাঠামো নির্মাণ, কাস্টমস হাউসের বাইরে কন্টেইনার ব্যবহারের ব্যবস্থা, লোডিং পয়েন্টে ফাইটোস্যানিটারি পরীক্ষার ব্যবস্থাসহ রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে পুনরায় আলু রপ্তানির জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ এবং নতুন বাজার অনুসন্ধানের দাবি জানান ব্যবসায়ীরা। 

এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন কৃষিমন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত