নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান অর্থনৈতিক সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। সদ্য বিদায়ী সপ্তাহে দরপতনের মাধ্যমে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই সপ্তাহ পতন দেখলেন বিনিয়োগকারীরা।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের সাপ্তাহিক বিশ্লেষণ এবং পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগ এবং আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির কারণে আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। স্বল্প সময়ে মুনাফা গ্রহণের চেষ্টায় আছেন তাঁরা। এই প্রবণতা বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের পতন ত্বরান্বিত করেছে।
সপ্তাহটিতে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২২৯টির। এর প্রভাবে সাধারণ সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে। সূচক কমলেও সপ্তাহটিতে বাজার মূলধন বেড়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ।
তবে বিদায়ী সপ্তাহে বিক্রির চাপে দরপতনের মধ্যেও চতুর বিনিয়োগকারীরা শেয়ার কেনায় আগ্রহী ছিলেন। সদ্য সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কৌশলী বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন এবং তাঁদের পোর্টফোলিও পুনরায় সাজিয়েছেন। ফলে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৬১ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা।
চলমান অর্থনৈতিক সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। সদ্য বিদায়ী সপ্তাহে দরপতনের মাধ্যমে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই সপ্তাহ পতন দেখলেন বিনিয়োগকারীরা।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের সাপ্তাহিক বিশ্লেষণ এবং পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগ এবং আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির কারণে আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। স্বল্প সময়ে মুনাফা গ্রহণের চেষ্টায় আছেন তাঁরা। এই প্রবণতা বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের পতন ত্বরান্বিত করেছে।
সপ্তাহটিতে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২২৯টির। এর প্রভাবে সাধারণ সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে। সূচক কমলেও সপ্তাহটিতে বাজার মূলধন বেড়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ।
তবে বিদায়ী সপ্তাহে বিক্রির চাপে দরপতনের মধ্যেও চতুর বিনিয়োগকারীরা শেয়ার কেনায় আগ্রহী ছিলেন। সদ্য সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কৌশলী বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন এবং তাঁদের পোর্টফোলিও পুনরায় সাজিয়েছেন। ফলে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৬১ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা।
২০১৩ সালে ব্যাক টু ব্যাক এলসি খুলেছিল মার্কেন্টাইল ব্যাংক। গ্রাহক এমা সিনটেক্স লিমিটেড ফ্যাব্রিকস পাঠায়, আমদানিকারক মিমময় ফ্যাশন বুঝে নেয়। এরপর ব্যাংকে বিল দাখিল হয়, সুইফট বার্তাও যায়। তারপর হঠাৎ সব থেমে যায়—বিল বাতিল।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ ইউনিটেক্স। ১৯৮০ সালে ব্যবসা শুরু করেন গ্রুপটির কর্ণধার মো. হানিফ চৌধুরী। প্রথমে তৈরি পোশাক, পরে টেক্সটাইল, স্পিনিং, গ্যাস, সিনথেটিক খাতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে গড়ে তোলা হয় ইউনিটেক্স গ্রুপ।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) এবং দেশের সর্ববৃহৎ অ্যাঞ্জেল ইনভেস্টিং প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক’ (ব্যান) আজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
১৬ ঘণ্টা আগে২০২৫ সালের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। রেকর্ড পরিমাণ এই ডিপোজিট প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসইতার প্রতিফলন।
১৭ ঘণ্টা আগে