Ajker Patrika

ভারতনির্ভরতা কমাতে আরও ৯ শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

ভারত থেকে আলু আমদানি–নির্ভরতা কমানোর লক্ষ্যে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানি করা যাবে। গতকাল সোমবার এনবিআর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুমোদন পাওয়া শুল্ক স্টেশনগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা। বর্তমানে বেনাপোল ও ভোমরা শুল্ক স্টেশন দিয়ে বেশি আলু আমদানি করা হয় বলে জানা গেছে।

এনবিআর সূত্র জানায়, ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা আলু এসব শুল্ক স্টেশন দিয়ে আনা যাবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে, সে তালিকা ঠিক করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বছরে আলুর চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন। স্থানীয় উৎপাদন ১০৬ লাখ টন। ২৫ শতাংশ সংরক্ষণকালীন ক্ষতি ও বীজ ছাড়া সরবরাহ সাড়ে ৭৯ লাখ টন। ভারত থেকে ২০২৩-২৪ অর্থবছরে আলু আমদানি করা হয়েছে দেড় লাখ টন।

এনবিআরের শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আলু আমদানিতে ভারতের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। বিকল্প বাজার হিসেবে নেপাল ও ভুটানের আলু যাতে সহজে আসতে পারে, সে জন্য নতুন করে ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত