চোখের আলো নেই শামীমের, তবু ৫ হাজার মোবাইল নম্বর মুখস্থ
খগারহাট এলাকার যুবক আব্দুস সামাদ বলেন, ‘একদিন পালসার বাইকে যাচ্ছিলাম। শামীম বলল, এটা তো পালসারের শব্দ।’ চোখে না দেখেও এমনটা বলা সত্যি অবাক করার মতো।’ সামাদ জানান, ‘শামীম প্রায় সব ধরনের বাইকের শব্দ শুনে নাম বলতে পারেন।’