ঠাকুরগাঁও প্রতিনিধি
ইউপি নির্বাচনে কারচুপি ও ফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঘিডোব গ্রামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাত আটটার দিকে ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘিডোবপুর গ্রামের সাহাবলি হুসেন (৩৫), মজাহারুল (৪০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনে হেরে গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তাঁর সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনী কর্মকর্তাদের প্রায় দেড় ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাঁর গাড়ি ভাঙচুর করে। সড়ক কেটে দেয় বিক্ষুব্ধরা। এ সময় সরকারি মালামাল এবং আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়। গুলিতে দুজন ঘটনাস্থলে নিহত হন এবং তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম চয়ন বলেন, সহিংসতার ঘটনায় সদর হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে। রাতেই তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ইউপি নির্বাচনে কারচুপি ও ফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঘিডোব গ্রামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাত আটটার দিকে ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘিডোবপুর গ্রামের সাহাবলি হুসেন (৩৫), মজাহারুল (৪০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনে হেরে গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তাঁর সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনী কর্মকর্তাদের প্রায় দেড় ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাঁর গাড়ি ভাঙচুর করে। সড়ক কেটে দেয় বিক্ষুব্ধরা। এ সময় সরকারি মালামাল এবং আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়। গুলিতে দুজন ঘটনাস্থলে নিহত হন এবং তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম চয়ন বলেন, সহিংসতার ঘটনায় সদর হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে। রাতেই তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মেইন পিলার ৭৬-এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়। আজ বেলা পৌনে ৩টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের
১৩ মিনিট আগেশেষ দিনে প্রচারণায় ব্যস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
১৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘অপরাজেয় ৭১–অপ্রতিরোধ্য ২৪’ নামে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংগঠনের সভাপতি মাসুদ কিবরিয়া প্যানেল ঘোষণা করেন।
৩৩ মিনিট আগেফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে পোস্ট দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। দায়িত্বশীল পদে থেকে তাঁর এ কর্মকাণ্ডে প্রশাসনিক নিরপেক্ষতা রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
৩৫ মিনিট আগে