টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে কলাবাগান থেকে এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ফাতেমা বেগম (১৮) মির্জাবড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের শাহ আলমের মেয়ে এবং হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আনাম আলীর (২৩) স্ত্রী।
স্বজনদের বরাতে মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল আহমেদ জানান, পারিবারিকভাবে এক বছর আগে আনাম আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়। গতকাল সোমবার রাতে তাঁরা দুজনই মির্জাবাড়ী ঘোষপল্লী এলাকার পূজামণ্ডপ দেখতে যান। রাত সাড়ে ১২টার দিকে কায়ছার আহমেদ তাঁর বোন ফাতেমা ও ফাতেমার স্বামী আনামকে বাড়িতে পাঠিয়ে দেন।
আজ সকাল আটটার দিকে ওই কলাবাগানের পাশের খেতে শ্রমিকেরা কাজ করতে গেলে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ফাতেমার স্বামী আনাম আলী জানান, ‘রাতে একসঙ্গে পূজামণ্ডপ থেকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে ফাতেমা কোনো কিছু না বলে দৌড়ে কলাবাগানে প্রবেশ করে। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। ফাতেমা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তাই পরে ফিরে আসবে ভেবে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে লোকমুখে খবর পেয়ে কলাবাগানে গিয়ে লাশ দেখতে পাই।’
উপপরিদর্শক নুরুল আমিন জানান, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ফাতেমার মৃত্যুরহস্য ময়নাতদন্তের পর বলা যাবে। তবে বিষয়টির তদন্ত চলমান রয়েছে।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে কলাবাগান থেকে এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ফাতেমা বেগম (১৮) মির্জাবড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের শাহ আলমের মেয়ে এবং হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আনাম আলীর (২৩) স্ত্রী।
স্বজনদের বরাতে মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল আহমেদ জানান, পারিবারিকভাবে এক বছর আগে আনাম আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়। গতকাল সোমবার রাতে তাঁরা দুজনই মির্জাবাড়ী ঘোষপল্লী এলাকার পূজামণ্ডপ দেখতে যান। রাত সাড়ে ১২টার দিকে কায়ছার আহমেদ তাঁর বোন ফাতেমা ও ফাতেমার স্বামী আনামকে বাড়িতে পাঠিয়ে দেন।
আজ সকাল আটটার দিকে ওই কলাবাগানের পাশের খেতে শ্রমিকেরা কাজ করতে গেলে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ফাতেমার স্বামী আনাম আলী জানান, ‘রাতে একসঙ্গে পূজামণ্ডপ থেকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে ফাতেমা কোনো কিছু না বলে দৌড়ে কলাবাগানে প্রবেশ করে। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। ফাতেমা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তাই পরে ফিরে আসবে ভেবে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে লোকমুখে খবর পেয়ে কলাবাগানে গিয়ে লাশ দেখতে পাই।’
উপপরিদর্শক নুরুল আমিন জানান, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ফাতেমার মৃত্যুরহস্য ময়নাতদন্তের পর বলা যাবে। তবে বিষয়টির তদন্ত চলমান রয়েছে।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
২৬ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে তাঁদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স
১ ঘণ্টা আগে