টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন শুরু করলে নিয়োগ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। পরে বেলা ৩টার দিকে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি থেকে সরে যান।
এর আগে সোমবার ফার্মেসি বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষার পূর্ব নির্ধারিত দিন ছিল। ওই পদে চাকরির জন্য আবেদন করেছিলেন ৯৪ জন প্রার্থী। তাঁদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এদিকে শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমতো শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি তুলে আন্দোলনে নামেন। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার ফার্মেসি বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। আজ মঙ্গলবার ছিল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে। কিন্তু উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান করায় পরীক্ষা কেন্দ্রে যেতে পারেননি পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে প্রভাষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদার রহমান বলেন, ‘উপাচার্যের স্বেচ্ছাচারিতা ও একঘেয়েমির কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভিসি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না করায় আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
‘শিক্ষকদের হাতে লাঞ্ছিত উপাচার্য, নিয়োগ স্থগিত’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের একটি অংশ ‘কতিপয় শিক্ষক তাকে (ভিসি) লাঞ্ছিত করেন’ এই অংশের প্রতিবাদ জানিয়ে ড. মাসুদার রহমান বলেন, ‘শিক্ষকেরা লাঞ্ছিত করেননি। উপাচার্যের একঘেয়েমি ও স্বেচ্ছাচারিতার কারণে শতাধিক শিক্ষক ও উপাচার্যের মুখোমুখি অবস্থানের সময় আমার গায়ের সঙ্গে গা লেগেছে।’
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন শুরু করলে নিয়োগ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। পরে বেলা ৩টার দিকে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি থেকে সরে যান।
এর আগে সোমবার ফার্মেসি বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষার পূর্ব নির্ধারিত দিন ছিল। ওই পদে চাকরির জন্য আবেদন করেছিলেন ৯৪ জন প্রার্থী। তাঁদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এদিকে শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমতো শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি তুলে আন্দোলনে নামেন। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার ফার্মেসি বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। আজ মঙ্গলবার ছিল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে। কিন্তু উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান করায় পরীক্ষা কেন্দ্রে যেতে পারেননি পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে প্রভাষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদার রহমান বলেন, ‘উপাচার্যের স্বেচ্ছাচারিতা ও একঘেয়েমির কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভিসি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না করায় আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
‘শিক্ষকদের হাতে লাঞ্ছিত উপাচার্য, নিয়োগ স্থগিত’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের একটি অংশ ‘কতিপয় শিক্ষক তাকে (ভিসি) লাঞ্ছিত করেন’ এই অংশের প্রতিবাদ জানিয়ে ড. মাসুদার রহমান বলেন, ‘শিক্ষকেরা লাঞ্ছিত করেননি। উপাচার্যের একঘেয়েমি ও স্বেচ্ছাচারিতার কারণে শতাধিক শিক্ষক ও উপাচার্যের মুখোমুখি অবস্থানের সময় আমার গায়ের সঙ্গে গা লেগেছে।’
বরগুনার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় মো. ছিদ্দিক ভান্ডারি (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে আহত অবস্থায় তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগেখুলনায় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া কেডিএর শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। আজ বৃহস্পতিবার দুপুরে দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
৪৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিওপি (বর্ডার আউটপোস্ট) নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি নামের ওই ক্যাম্পটি নদীতে তলিয়ে যায়।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে।
১ ঘণ্টা আগে