Ajker Patrika

ঢাকা বিমানবন্দর থেকে হবিগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
মো. আমজাদ আলী। ছবি: সংগৃহীত
মো. আমজাদ আলী। ছবি: সংগৃহীত

সৌদি আরব যাওয়ার সময় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আমজাদ আলীকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার আমজাদ আলী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমজাদ আলী ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় সেখানে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘আমরা পুলিশের টিম পাঠিয়েছি তাকে নিয়ে আসার জন্য। আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় আহত তাহির মিয়া গত ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমজাদ আলী এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত