সিলেট প্রতিনিধি
জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিয়া মঞ্চের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহ্বায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ রাজন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা চাই, তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা যেমন সরকারে থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যে আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি, সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলব, অতি দ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৭ বছর ধরে জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।’
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।
জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিয়া মঞ্চের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহ্বায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ রাজন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা চাই, তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা যেমন সরকারে থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যে আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি, সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলব, অতি দ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৭ বছর ধরে জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।’
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো দল যদি নিবন্ধন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীক আছে, সেখান থেকে একটা নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই তাদের প্রতীক বরাদ্দ দিতে পারিনি।’
৩ মিনিট আগেখুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট-সংলগ্ন এলাকায় ৭ বছরের শিশু জিসানের হত্যায় জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের দুই পা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এর মধ্যে একটি পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আকতার। তিনি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজু-আমতলী বিওপির একজন নায়েক...
১১ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সকালে এর উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।
৩২ মিনিট আগে