হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখসহ প্রতিটি মামলায় ৬০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও এসআই ওয়াহেদ গাজী বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান। তিনি জানান, ‘এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ কমপক্ষে ১০ পুলিশ আহত হন। আহত ওসিকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতেরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।
এ দিকে সংঘর্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার তাঁকে (আউয়াল) দেখতে হবিগঞ্জ থেকে বিএনপির একটি দল যায়। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ ছাড়াও পুলিশের ছোড়া রাবার বুলেটে আরও শতাধিক নেতা-কর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
অন্যদিকে হবিগঞ্জে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ থেকে সংঘটিত বিএনপি-আ. লীগের সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখসহ প্রতিটি মামলায় ৬০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও এসআই ওয়াহেদ গাজী বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান। তিনি জানান, ‘এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ কমপক্ষে ১০ পুলিশ আহত হন। আহত ওসিকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতেরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।
এ দিকে সংঘর্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার তাঁকে (আউয়াল) দেখতে হবিগঞ্জ থেকে বিএনপির একটি দল যায়। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ ছাড়াও পুলিশের ছোড়া রাবার বুলেটে আরও শতাধিক নেতা-কর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
অন্যদিকে হবিগঞ্জে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ থেকে সংঘটিত বিএনপি-আ. লীগের সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
রাজধানী কদমতলী পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত সারে ১০টার দিকে বন্ধুরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
৪ ঘণ্টা আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
৪ ঘণ্টা আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
৬ ঘণ্টা আগে