Ajker Patrika

হবিগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ৮০ 

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০০: ৩৪
হবিগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ৮০ 

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উভয় পক্ষের অন্তত ৮০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৫০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সুমনের মধ্যে বিরোধ চলে আসছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মুড়াকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে তাঁদের মধ্যে পূর্বের বিরোধ আরও ঘনীভূত হয়। বুধবার বিকেলে মুড়াকড়ি বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

হবিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষখবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। 

সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামসহ নয় পুলিশ সদস্য রয়েছেন। 

 লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত