Ajker Patrika

নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বিয়ানীবাজারে নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে বাহার উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাতে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। নিহতের নিজ বসত ঘরের পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

জানা যায়, নিহত বাহার উদ্দিন উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খশির আব্দুল্লাহপুর নয়া পাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বাহার উদ্দিনের ঘরে বন্যার পানি প্রবেশ করায় তিনি পরিবার নিয়ে বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে ওঠেন। গতকাল বুধবার বিকেল তিনি তাঁর ডুবে যাওয়া ঘর দেখতে গিয়েছিলেন। কিন্তু পরে আশ্রয় কেন্দ্রে ফেরার কথা থাকলেও তিনি ফেরেন নি। পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানান রাতে তিনি বাড়িতে থাকবেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের সদস্যরা বসত ঘরে গিয়ে দেখেন পানির মধ্যে তাঁর মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করে বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে নিয়ে যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পানিতে ডুবে বাহার উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত