Ajker Patrika

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশ ইন বিএসএফের

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫: ৫৮
শ্রীমঙ্গল থানায় ১৯ জনকে আটক করে নিয়ে আসা হয়। ছবি: সংগৃহীত
শ্রীমঙ্গল থানায় ১৯ জনকে আটক করে নিয়ে আসা হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ২৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে শ্রীমঙ্গল সীমান্ত থেকে ১৯ জন এবং কমলগঞ্জ সীমান্ত থেকে ছয়জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ আটক করেছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাত ৪টার দিকে ১৯ জনকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এদিকে কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করে বিজিবি।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে ১৯ জন আশ্রয় নেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দেখে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৯ জনকে আটক করে থানায় নিয়ে আসে। কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করেছে বিজিবি। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করবে।

কমলগঞ্জে ধলই সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত
কমলগঞ্জে ধলই সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজ কবির বলেন, ‘শুনেছি ধলই সীমান্ত দিয়ে বিএসএফ ছয়জনকে পুশ ইন করেছে। তাদের বিজিবি আটক করেছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আজ ভোররাত ৪টার দিকে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাদের পুলিশ হেফাজতে আনা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ভারতের মুম্বাই শহরসহ বিভিন্ন স্থানে কর্মরত ছিল। তাদের নাম-ঠিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত