সিলেট সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জে নিয়মিত অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নিশান ভৌমিক (৩০) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) সিপাহি সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের আয়ুরগ্রাম বিওপি সীমান্ত ফাঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।
নিহত নিশান নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। তিনি যমজ দুই ছেলে সন্তানের বাবা।
বিজিবি ১৯ জানায়, সকালে ‘অস্ত্রের মেকসেফ ড্রিল’ অনুশীলনের সময় অস্ত্রের ত্রুটির কারণে এক্সিডেন্টাল (দুর্ঘটনাজনিত) ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক। গুলিটি তাঁর পেটে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হলে পথে তার অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো রুটিন প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হয়ে নিশান ভৌমিকের মৃত্যু হয়েছে। নিশান ২০১২ সালে বিজিবিতে যোগদান করেন। প্রায় ১০ বছর ধরে তিনি বিজিবিতে কর্মরত ছিলেন। ২ বছর আগে তিনি সিলেটে বদলি হয়ে আসেন।’
লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যরা সিলেটে এসে পৌঁছেছেন।’
এক প্রশ্নের জবাবে আসাদুন্নবী বলেন, ‘এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ছাড়া বিজিবিতে কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাঁর পরিবার ও সন্তানদের ভরণ-পোষণের ব্যাপারে বাহিনীর নিয়ম আছে। সেই অনুযায়ী নিশানের পরিবারও পাবে।’
সিলেটের জকিগঞ্জে নিয়মিত অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নিশান ভৌমিক (৩০) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) সিপাহি সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের আয়ুরগ্রাম বিওপি সীমান্ত ফাঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।
নিহত নিশান নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। তিনি যমজ দুই ছেলে সন্তানের বাবা।
বিজিবি ১৯ জানায়, সকালে ‘অস্ত্রের মেকসেফ ড্রিল’ অনুশীলনের সময় অস্ত্রের ত্রুটির কারণে এক্সিডেন্টাল (দুর্ঘটনাজনিত) ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক। গুলিটি তাঁর পেটে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হলে পথে তার অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো রুটিন প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হয়ে নিশান ভৌমিকের মৃত্যু হয়েছে। নিশান ২০১২ সালে বিজিবিতে যোগদান করেন। প্রায় ১০ বছর ধরে তিনি বিজিবিতে কর্মরত ছিলেন। ২ বছর আগে তিনি সিলেটে বদলি হয়ে আসেন।’
লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যরা সিলেটে এসে পৌঁছেছেন।’
এক প্রশ্নের জবাবে আসাদুন্নবী বলেন, ‘এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ছাড়া বিজিবিতে কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাঁর পরিবার ও সন্তানদের ভরণ-পোষণের ব্যাপারে বাহিনীর নিয়ম আছে। সেই অনুযায়ী নিশানের পরিবারও পাবে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩২ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে