সিলেট সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জে নিয়মিত অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নিশান ভৌমিক (৩০) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) সিপাহি সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের আয়ুরগ্রাম বিওপি সীমান্ত ফাঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।
নিহত নিশান নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। তিনি যমজ দুই ছেলে সন্তানের বাবা।
বিজিবি ১৯ জানায়, সকালে ‘অস্ত্রের মেকসেফ ড্রিল’ অনুশীলনের সময় অস্ত্রের ত্রুটির কারণে এক্সিডেন্টাল (দুর্ঘটনাজনিত) ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক। গুলিটি তাঁর পেটে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হলে পথে তার অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো রুটিন প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হয়ে নিশান ভৌমিকের মৃত্যু হয়েছে। নিশান ২০১২ সালে বিজিবিতে যোগদান করেন। প্রায় ১০ বছর ধরে তিনি বিজিবিতে কর্মরত ছিলেন। ২ বছর আগে তিনি সিলেটে বদলি হয়ে আসেন।’
লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যরা সিলেটে এসে পৌঁছেছেন।’
এক প্রশ্নের জবাবে আসাদুন্নবী বলেন, ‘এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ছাড়া বিজিবিতে কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাঁর পরিবার ও সন্তানদের ভরণ-পোষণের ব্যাপারে বাহিনীর নিয়ম আছে। সেই অনুযায়ী নিশানের পরিবারও পাবে।’
সিলেটের জকিগঞ্জে নিয়মিত অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নিশান ভৌমিক (৩০) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) সিপাহি সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের আয়ুরগ্রাম বিওপি সীমান্ত ফাঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।
নিহত নিশান নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। তিনি যমজ দুই ছেলে সন্তানের বাবা।
বিজিবি ১৯ জানায়, সকালে ‘অস্ত্রের মেকসেফ ড্রিল’ অনুশীলনের সময় অস্ত্রের ত্রুটির কারণে এক্সিডেন্টাল (দুর্ঘটনাজনিত) ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক। গুলিটি তাঁর পেটে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হলে পথে তার অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো রুটিন প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হয়ে নিশান ভৌমিকের মৃত্যু হয়েছে। নিশান ২০১২ সালে বিজিবিতে যোগদান করেন। প্রায় ১০ বছর ধরে তিনি বিজিবিতে কর্মরত ছিলেন। ২ বছর আগে তিনি সিলেটে বদলি হয়ে আসেন।’
লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যরা সিলেটে এসে পৌঁছেছেন।’
এক প্রশ্নের জবাবে আসাদুন্নবী বলেন, ‘এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ছাড়া বিজিবিতে কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাঁর পরিবার ও সন্তানদের ভরণ-পোষণের ব্যাপারে বাহিনীর নিয়ম আছে। সেই অনুযায়ী নিশানের পরিবারও পাবে।’
গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
৩ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
২৩ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
১ ঘণ্টা আগে