নিজস্ব প্রতিবেদক, সিলেট
‘শহীদ সাংবাদিক তুরাব একজন সাহসী, মেধাবী ও পেশাদার সাংবাদিক ছিলেন। তিনি টার্গেট কিলিংয়ের শিকার। তাই শুধু শহীদ তুরাব নন, জুলাই আন্দোলনে যাঁরাই টার্গেট কিলিংয়ের শিকার হয়ে শহীদ হয়েছেন, সবার দ্রুত বিচার নিশ্চিত করা হবে।’
আজ রোববার সিলেটের বিয়ানীবাজার পৌর মিলনায়তনে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন। নাগরিক কমিটি এ সভার আয়োজন করে।
এ ছাড়া বিভাগীয় কমিশনার পৌর শহরের উত্তর বাজারে শহীদ এ টি এম তুরাব স্মরণে ‘তুরাব চত্বর’ উদ্বোধন করেন। চত্বরে নির্মিত এই ফলকে শহীদ তুরাবের পারিবারিক পরিচয়, আহত হওয়ার স্থান ও ইন্তেকালের তথ্য বর্ণনা করা হয়েছে।
মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী ও তানভির এলাহী মজুমদারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুকতাবিস-উন-নূর এবং ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। সভার শুরুতে বক্তব্য দেন শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহছান মো. আযরফ জাবুর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না, সাংবাদিক ইকরামুল কবির, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আবদুল কাদের তাপাদার, কবীর আহমদ সোহেল, নাজমুল কবির পাভেল, তোফায়েল আহমদ ও শিক্ষাবিদ মাওলানা জমির হোসেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই সিলেট নগরের বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্তের রিপোর্টার আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে।
‘শহীদ সাংবাদিক তুরাব একজন সাহসী, মেধাবী ও পেশাদার সাংবাদিক ছিলেন। তিনি টার্গেট কিলিংয়ের শিকার। তাই শুধু শহীদ তুরাব নন, জুলাই আন্দোলনে যাঁরাই টার্গেট কিলিংয়ের শিকার হয়ে শহীদ হয়েছেন, সবার দ্রুত বিচার নিশ্চিত করা হবে।’
আজ রোববার সিলেটের বিয়ানীবাজার পৌর মিলনায়তনে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন। নাগরিক কমিটি এ সভার আয়োজন করে।
এ ছাড়া বিভাগীয় কমিশনার পৌর শহরের উত্তর বাজারে শহীদ এ টি এম তুরাব স্মরণে ‘তুরাব চত্বর’ উদ্বোধন করেন। চত্বরে নির্মিত এই ফলকে শহীদ তুরাবের পারিবারিক পরিচয়, আহত হওয়ার স্থান ও ইন্তেকালের তথ্য বর্ণনা করা হয়েছে।
মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী ও তানভির এলাহী মজুমদারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুকতাবিস-উন-নূর এবং ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। সভার শুরুতে বক্তব্য দেন শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহছান মো. আযরফ জাবুর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না, সাংবাদিক ইকরামুল কবির, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আবদুল কাদের তাপাদার, কবীর আহমদ সোহেল, নাজমুল কবির পাভেল, তোফায়েল আহমদ ও শিক্ষাবিদ মাওলানা জমির হোসেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই সিলেট নগরের বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্তের রিপোর্টার আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতা–কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২২ মিনিট আগে