নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তালামীয নেতার ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ওই তালামীয নেতাসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তালামীযের কলেজ শাখার তথ্যপ্রযুক্তি সম্পাদক। তিনি দাবি করেছেন, তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। অপর আহতের নাম জাকিরুল ইসলাম হৃদয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘রিয়াদকে ভোরে ভর্তি করা হয়। তাঁর শরীরে কিছু মাইনর ইনজুরি রয়েছে। তবে তিনি দুপুর থেকে হাসপাতালে নাই। আমাদের না জানিয়ে চলে গেছেন। আর দুপুর ১২টার দিকে হৃদয়কে ভর্তি করা হয়। তাঁর হাতে জখম রয়েছে। দুজনেরই খুব সিরিয়াস কিছু হয়নি।’
এ ঘটনাকে ‘ছাত্রশিবিরের ঘৃণ্য হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদে আজ বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখা।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না বলেন, ‘ঘটনার সময় আমি হোস্টেলের দ্বিতীয় ব্লকে ছিলাম। মারামারির শেষে খবর পেয়ে রিয়াদকে দেখতে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না।’
তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ‘কুয়েটের ঘটনা নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে বুধবার রাতে এমসি কলেজ শিবিরের ১০-১৫ জন গিয়ে কক্ষে আটকে রিয়াদ মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তালামীয নেতার ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ওই তালামীয নেতাসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তালামীযের কলেজ শাখার তথ্যপ্রযুক্তি সম্পাদক। তিনি দাবি করেছেন, তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। অপর আহতের নাম জাকিরুল ইসলাম হৃদয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘রিয়াদকে ভোরে ভর্তি করা হয়। তাঁর শরীরে কিছু মাইনর ইনজুরি রয়েছে। তবে তিনি দুপুর থেকে হাসপাতালে নাই। আমাদের না জানিয়ে চলে গেছেন। আর দুপুর ১২টার দিকে হৃদয়কে ভর্তি করা হয়। তাঁর হাতে জখম রয়েছে। দুজনেরই খুব সিরিয়াস কিছু হয়নি।’
এ ঘটনাকে ‘ছাত্রশিবিরের ঘৃণ্য হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদে আজ বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখা।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না বলেন, ‘ঘটনার সময় আমি হোস্টেলের দ্বিতীয় ব্লকে ছিলাম। মারামারির শেষে খবর পেয়ে রিয়াদকে দেখতে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না।’
তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ‘কুয়েটের ঘটনা নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে বুধবার রাতে এমসি কলেজ শিবিরের ১০-১৫ জন গিয়ে কক্ষে আটকে রিয়াদ মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) চীনের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত রক্ত আমাশয়ের (শিগেলা) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। চীনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে আইসিডিডিআরবির সহযোগিতা চেয়েছিল।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা রোগ)। গবাদিপশুর এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ উপসর্গ নিয়ে মারাও গেছেন মোছা. রোজিনা বেগম নামের এক নারী। কিন্তু সে তুলনায় নেই সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা। ফলে চরম উৎকণ্ঠা আর উদ্বিগ্নে দিন কাটছে সুন্দরগঞ্জবাসীর।
২ ঘণ্টা আগেতিন বছর ধরে বরগুনার তালতলীর ফাতরার বনের উত্তর নিদ্রার চরের শত শত বিভিন্ন প্রজাতির বড় গাছ মরে যাচ্ছে। তবে সেগুলো বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না বন বিভাগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা সেসব গাছ চোরাই পথে বিক্রি করছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে