নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তালামীয নেতার ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ওই তালামীয নেতাসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তালামীযের কলেজ শাখার তথ্যপ্রযুক্তি সম্পাদক। তিনি দাবি করেছেন, তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। অপর আহতের নাম জাকিরুল ইসলাম হৃদয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘রিয়াদকে ভোরে ভর্তি করা হয়। তাঁর শরীরে কিছু মাইনর ইনজুরি রয়েছে। তবে তিনি দুপুর থেকে হাসপাতালে নাই। আমাদের না জানিয়ে চলে গেছেন। আর দুপুর ১২টার দিকে হৃদয়কে ভর্তি করা হয়। তাঁর হাতে জখম রয়েছে। দুজনেরই খুব সিরিয়াস কিছু হয়নি।’
এ ঘটনাকে ‘ছাত্রশিবিরের ঘৃণ্য হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদে আজ বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখা।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না বলেন, ‘ঘটনার সময় আমি হোস্টেলের দ্বিতীয় ব্লকে ছিলাম। মারামারির শেষে খবর পেয়ে রিয়াদকে দেখতে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না।’
তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ‘কুয়েটের ঘটনা নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে বুধবার রাতে এমসি কলেজ শিবিরের ১০-১৫ জন গিয়ে কক্ষে আটকে রিয়াদ মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তালামীয নেতার ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ওই তালামীয নেতাসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তালামীযের কলেজ শাখার তথ্যপ্রযুক্তি সম্পাদক। তিনি দাবি করেছেন, তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। অপর আহতের নাম জাকিরুল ইসলাম হৃদয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘রিয়াদকে ভোরে ভর্তি করা হয়। তাঁর শরীরে কিছু মাইনর ইনজুরি রয়েছে। তবে তিনি দুপুর থেকে হাসপাতালে নাই। আমাদের না জানিয়ে চলে গেছেন। আর দুপুর ১২টার দিকে হৃদয়কে ভর্তি করা হয়। তাঁর হাতে জখম রয়েছে। দুজনেরই খুব সিরিয়াস কিছু হয়নি।’
এ ঘটনাকে ‘ছাত্রশিবিরের ঘৃণ্য হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদে আজ বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখা।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না বলেন, ‘ঘটনার সময় আমি হোস্টেলের দ্বিতীয় ব্লকে ছিলাম। মারামারির শেষে খবর পেয়ে রিয়াদকে দেখতে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না।’
তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ‘কুয়েটের ঘটনা নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে বুধবার রাতে এমসি কলেজ শিবিরের ১০-১৫ জন গিয়ে কক্ষে আটকে রিয়াদ মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৬ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৯ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৬ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৭ মিনিট আগে