Ajker Patrika

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–ভাঙচুরে আরেক মামলা

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২২: ১০
ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে সিলেট নগরে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে একদল বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা
ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে সিলেট নগরে জুতা কোম্পানি বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে একদল বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ। এতে অজ্ঞাতনামা ৮০০-৯০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে মীরবক্সটুলা এলাকার রয়্যাল মার্ক হোটেলের ব্যবস্থাপক আবদুল মতিন সরকার তাঁদের হোটেল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। নগরের দরগা গেট এলাকার ডমিনোজ পিৎজায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক আল আমিন বাদী হয়ে বুধবার বিকেলে আরেকটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। আর বুধবার রাতেই পৃথক আরেকটি মামলা করেন বাটার ব্যবস্থাপক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, এ পর্যন্ত পৃথক তিনটি মামলা হয়েছে। বাটার লুট করা দুই জোড়া জুতাসহ বুধবার রাতে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে গত সোমবার সিলেটে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওই দিন বেলা ৩টার দিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মীরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। কেএফসির নিচতলায় থাকা রয়্যাল মার্ক হোটেলেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে চৌহাট্টা এলাকায় আলপাইন রেস্টুরেন্টেও ভাঙচুর করা হয়। একই সময় নগরের দরগাহ গেট এলাকায় বাটার জুতার শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জিন্দাবাজার এলাকায় বাটার দুটি শোরুমে ভাঙচুর-লুটপাট চালানোর পর দেওয়া হয় আগুন। এ ছাড়া বন্দরবাজার এলাকায় বাটার একটি শোরুম ভাঙচুর করা হয়। একই সময় নগরের বিভিন্ন এলাকায় থাকা বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত