Ajker Patrika

মোবাইলে কথা বলা অবস্থায় ছাদ থেকে পড়ে পবিপ্রবির শিক্ষার্থী আহত

পটুয়াখালী প্রতিনিধি
মোবাইলে কথা বলা অবস্থায় ছাদ থেকে পড়ে পবিপ্রবির শিক্ষার্থী আহত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মোবাইলে কথা বলা অবস্থায় তিন তলা ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলে এ ঘটনা ঘটে।

সাদিয়া সরকার ঝুমু বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলায়। তিনি আবাসিক হলে থেকে পড়াশুনা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম সুফিয়া কামাল হলের প্রোভোষ্ট ড. মো. আনোয়ার হোসেন মন্ডল।

জানা গেছে, শিক্ষার্থী সাদিয়া সরকার ঝুমুর দুপুর সোয়া ১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বেগম সুফিয়া কামাল হলের তিন তলায় ছাদে চলে যান। এ সময় হঠাৎ তিনি ছাদ পড়ে যান। এ সময় অন্য ছাত্রীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বেগম সুফিয়া কামাল হলের প্রোভোষ্ট ড. মো. আনোয়ার হোসেন মন্ডল বলেন, ‘ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত