Ajker Patrika

ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, কোল থেকে ছিটকে শিশু আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৮
ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, কোল থেকে ছিটকে শিশু আহত

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর কোলে থাকা পাঁচ বছর বয়সী সন্তান গুরুতর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ সোমবার সকালে সদর উপজেলার রাজটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির হোসেন।

নিহত ওই নারীর নাম—রুসনা বেগম (৪০)। তিনি রাজটিলা গ্রামের মৃত মো. মছদ্দর মিয়ার মেয়ে।

স্থানীয়রা বলছে, উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় রেলসেতু পারাপারের সময় পারাবত ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে ঘটনাস্থলে রুসনা বেগমের মৃত্যু হয়। এ সময় তাঁর কোলে থাকা শিশু আবিদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তাঁরা দূর থেকে দেখেছেন একজন মহিলা সন্তান নিয়ে রেলসেতু পারাপার হচ্ছেন। এ সময় হঠাৎ পেছন থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ধীর গতিতে প্রবেশের সময় ওই নারীর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

এ বিষয়ে ভানুগাছ রেলওয়ের স্টেশনের মাস্টার কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেলসেতু পারাপারের সময় ৫ বছরের এক শিশুকে নিয়ে ওই নারী দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় মা মারা গেলেও সঙ্গে থাকা ৫ বছরের শিশু প্রাণে বেঁচে গেছে। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

 তিনি আরও বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত