Ajker Patrika

দাম সামঞ্জস্যের আশ্বাসে দোকান খুলেছেন সিলেটের মাংস ব্যবসায়ীরা

সিলেট প্রতিনিধি
দাম সামঞ্জস্যের আশ্বাসে দোকান খুলেছেন সিলেটের মাংস ব্যবসায়ীরা

চার দিন পর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়রের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মহানগর মাংস ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল থেকে সকল মাংসের দোকান খোলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক। এর আগে গতকাল রোববার রাত ১টার দিকে দোকান খোলার ঘোষণা দেওয়া হয়। 

আব্দুল খালিক বলেন, অন্য জেলার সঙ্গে দাম সামঞ্জস্য করে দেওয়া হবে বলে সিসিক মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে মাংসের দোকান খোলা হয়েছে। মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত ক্ষতি হলেও ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করব। 

আব্দুল খালিক আরও বলেন, আগামীকাল মঙ্গলবার মাংস ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে দাম নির্ধারণ করে দেবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রমজানে মানবিক দিন বিবেচনায় নিয়ে মাংস ব্যবসায়ীদের দাবির বিষয় নিয়ে বৈঠকে বসবেন মেয়র। অন্যান্য জেলার সঙ্গে সংগতি রেখে মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হতে পারে। তবে মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন ব্যবসায়ীরা। 

উল্লেখ্য, প্রশাসন দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দেন সিলেট নগরীর ব্যবসায়ীরা। এরপর থেকে সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত