Ajker Patrika

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে চা দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে রুমন (২২) নামের এক হোটেল কর্মচারীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে নগরের কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে এক যুবক চা খেতে কাজির বাজার মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢোকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেলমালিক ও আশপাশের লোকজন তাঁদের শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর ওপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তাঁরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, ‘আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত