Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়কের জামিন

সিলেট প্রতিনিধি
আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
আক্তার হোসেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন পুলিশের গ্রেপ্তারের ১০ ঘণ্টা পরে জামিন পেয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে এ দিন বেলা ৩টার দিকে তাঁর জামিন হয়।

আজ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক ছগির আহমদ তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরে আক্তার হোসেনকে আদালতে তোলা হলে শুনানিতে দেরি হওয়ায় কারাগারে পাঠানো হয়।

আকতার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নাগরিক পার্টির ইফতার মাহফিলের মারামারির ঘটনায় গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই মামলা করেন। সেই মামলার ৩ নম্বর আসামি আক্তার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত