Ajker Patrika

মজুরি বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে চা-শ্রমিকেরা

হবিগঞ্জ প্রতিনিধি
মজুরি বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে চা-শ্রমিকেরা

দৈনিক মজুরি ১২০ থেকে ৩০০ টাকা করার দাবিতে গত শনিবার অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকেরা। গত রোববার ও সোমবার এই দুই দিন বন্ধ থাকায় নিজ নিজ বাগানে অবস্থান কর্মসূচির পর আজ মঙ্গলবার থেকে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন হবিগঞ্জের ২৪ টি চা বাগানের শ্রমিকেরা।

শ্রমিকদের কর্মবিরতির ফলে চায়ের ভরা মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাগানগুলোকে। ফ্যাক্টরি বন্ধ থাকায় উত্তোলনকৃত হাজার হাজার কেজি কাচা পাতা এরই মধ্যেই নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, চা সংসদের সঙ্গে ৩০০ টাকা মজুরির দাবি জানালে চা মালিক সমিতি ১৪ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাব দেয়। বর্তমান বাজার বিবেচনায় যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চা শ্রমিক ইউনিয়নের নেতা বলেন, ‘আজ শ্রীমঙ্গলের লেবার হাউসে সকাল ১১টায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি ফলপ্রসূ হলে আমরা কাজে ফিরব, না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

মজুরি বৃদ্ধির দাবিতে নারী শ্রমিকদের অবস্থানএর আগে, ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে চা শ্রমিক ইউনিয়নের ডাকে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। এই চার দিন শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেন। এতে তাদেঁর দাবি আদায় না হওয়ায় শনিবার সকাল থেকে পূর্ণদিবস এ কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। এ দিন চা শ্রমিকেরা চান্দপুর এলাকায় পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে হাজার হাজার চা-শ্রমিক পায়ে হেঁটে চুনারুঘাট পৌর এলাকায় প্রধান সড়কে অবস্থান নেন এবং সেখানে সড়ক অবরোধ করে পথসভা করে।

শ্রমিক নেতারা জানান, ২০২১ সালের জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার সিদ্ধান্ত থাকলেও এরই মাঝে পার হয়েছে ১৯ মাস তবুও মজুরি ১২০ টাকা থেকে বাড়ানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত