Ajker Patrika

বালুবাহী ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭: ০২
বালুবাহী ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক বালুবাহী একটি ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। একটি ট্রাকে কৌশলে বালুর নিচে বিভিন্ন ধরনের ভারতীয় বিস্কুট ও চকলেট নিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দক্ষিণ সুরমা থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মো. মহি উদ্দিন (২৮) ও পাবনা জেলার আসাদ আলী (৪৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার ও পণ্য উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা-পুলিশ। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় নয় লাখ টাকা। এই অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, `গ্রেপ্তারকৃতরা কৌশলে ট্রাকে বালুর নিচে করে ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিল। আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করি। এ সময় হেফাজত থেকে একটি ট্রাকসহ আনুমানিক নয় লাখ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি) রুজু করা হয়েছে। মামলা নম্বর ২৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত