Ajker Patrika

সিলেটে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

সিলেট প্রতিনিধি
সিলেটে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। 

নিহত আছমা বেগম (৩০) সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, রোববার রাতে আছমা বেগম রাস্তা পার হচ্ছিলেন। নগর থেকে এয়ারপোর্টের দিকে যাওয়া সময় একটি অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে ও এর চালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করে। সাগর এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের আব্দুর রহমানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, ওই পথচারী নারী রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মারা যান। ওসমানীতে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। আর আটক সিএনজিচালিত অটোরিকশার চালক থানায় রয়েছেন। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত