Ajker Patrika

কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনে ত্রুটি, সাড়ে ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনে ত্রুটি, সাড়ে ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের লাইটে ত্রুটি দেখা দিয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়। 

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ৯টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান। 

ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে এলে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনের ইঞ্জিনের ‘শর্টহুড লাইট’ বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে পারাবত এক্সপ্রেসকে টেনে নিয়ে যায়। একই সঙ্গে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে সঠিক সময়ে সিলেট রেলস্টেশন থেকে ছেড়ে আসেনি বলে ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে। 

স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ‘পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে এলে ইঞ্জিনের লাইট বিকল হয়ে পড়ে। কুলাউড়া থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এলে রাত ৯টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত