হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে আঞ্চলিক সড়কে ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে জেলার সদর উপজেলার নিতাইরচক এলাকায় হবিগঞ্জ-নছরতপুর সড়কে এ ঘটনা ঘটে।
ইজিবাইক ছিনতাইচেষ্টার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে হবিগঞ্জ-নছরতপুর সড়কে ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে ইজিবাইকের গতিরোধ করেন কয়েকজন। পরে তাঁরা চালক ও সবজি বিক্রেতার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাই চেষ্টাকারীদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করেন স্থানীয়রা।
আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটকেরা হলেন সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের রিয়াদ মিয়া, মহিবুর রহমান ও সায়েম হাসান।
ইজিবাইকচালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে যাওয়ার সময় আমাদের হাত-পা বেঁধে কয়েকজন ডাকাত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। আমি ডাকাতদের চিনে ফেললে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইকচালক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও টাকা লুট করে নেওয়া হয়।
হবিগঞ্জে আঞ্চলিক সড়কে ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে জেলার সদর উপজেলার নিতাইরচক এলাকায় হবিগঞ্জ-নছরতপুর সড়কে এ ঘটনা ঘটে।
ইজিবাইক ছিনতাইচেষ্টার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে হবিগঞ্জ-নছরতপুর সড়কে ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে ইজিবাইকের গতিরোধ করেন কয়েকজন। পরে তাঁরা চালক ও সবজি বিক্রেতার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাই চেষ্টাকারীদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করেন স্থানীয়রা।
আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটকেরা হলেন সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের রিয়াদ মিয়া, মহিবুর রহমান ও সায়েম হাসান।
ইজিবাইকচালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে যাওয়ার সময় আমাদের হাত-পা বেঁধে কয়েকজন ডাকাত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। আমি ডাকাতদের চিনে ফেললে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইকচালক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও টাকা লুট করে নেওয়া হয়।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
২ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৩ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৭ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
৯ মিনিট আগে