Ajker Patrika

বন্ধ দোকান থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, খুলে মিলল মালিকের লাশ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে। তিনি জাফলংয়ে মিষ্টির দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দোকানটি ৪-৫ দিন ধরে বন্ধ ছিল। গতকাল রাতে এর আশপাশে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি মালিকের খোঁজে যান। গিয়ে দেখেন দোকানটির শাটার আংশিক খোলা। পরে শাটার পুরোটা তোলার পর ভেতরে রাজীবের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং আংশিক পচে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে আজ সোমবার সকালে গোয়াইনঘাট সরকারি কলেজসংলগ্ন আইয়ালাবন্দ এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওসি তোফায়েল বলেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গোয়াইনঘাট সরকারি কলেজসংলগ্ন এলাকার একটি বিল থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে ভবঘুরে হিসেবে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। তাঁর পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত