Ajker Patrika

সিলেটে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া

সিলেটে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া। পর্যটন, শিক্ষাসহ অন্যান্য খ্যাতে সিলেট তথা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অস্ট্রেলিয়ান সরকার কাজ করছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেন এ আগ্রহের কথা জানান। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সিটি করপোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি। 

আজ মঙ্গলবার সকালে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়া বাস ভবনে ড. সাচা ব্লুমেন’র সৌজন্য সাক্ষাৎ হয়। 

সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। সিলেট সিটি করপোরেশনের সঙ্গে অস্ট্রেলিয়ান সিটি করপোরেশনের মধ্যে সিস্টার সিটির সম্পর্ক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মেয়রের স্ত্রী সামা হক চৌধুরী, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালট্যান্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত