মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করেছে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। তারা বলছে, এতে তাদের চারজন সদস্য আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার আদমপুর ইউনিয়নে নইনারপার ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই পরিমল চন্দ্র শীল, এসআই বিজয় প্রসাদ দেবনাথ, কনস্টেবল মো. আজহারুল ইসলাম রাব্বি ও আমিনুল ইসলাম। আহতদের মধ্যে দুজন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় চলে গেলেও বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন।
থানার পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার নইনারপারে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বাসায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলের ২৮ অক্টোবর ঢাকার কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করছিলেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ধাওয়া করলে বৈঠক ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা ছাদের ওপর থেকে পুলিশের ওপর ইটপাটকেল মারলে চার পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা অন্যান্য দিনের মতো সবাই বসে মিটিং করছিলাম। হঠাৎ পুলিশের বাঁশির আওয়াজ শুনে সবাই পালিয়ে যান। তাদের ওপর আমরা কেউ ইটপাটকেল নিক্ষেপ করিনি।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা করার পরিকল্পনা করছিলেন তাঁরা। এ খবর শুনে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশের ওপর হামলা করেন। এতে আমাদের চার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করেছে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। তারা বলছে, এতে তাদের চারজন সদস্য আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার আদমপুর ইউনিয়নে নইনারপার ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই পরিমল চন্দ্র শীল, এসআই বিজয় প্রসাদ দেবনাথ, কনস্টেবল মো. আজহারুল ইসলাম রাব্বি ও আমিনুল ইসলাম। আহতদের মধ্যে দুজন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় চলে গেলেও বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন।
থানার পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার নইনারপারে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বাসায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলের ২৮ অক্টোবর ঢাকার কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করছিলেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ধাওয়া করলে বৈঠক ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা ছাদের ওপর থেকে পুলিশের ওপর ইটপাটকেল মারলে চার পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা অন্যান্য দিনের মতো সবাই বসে মিটিং করছিলাম। হঠাৎ পুলিশের বাঁশির আওয়াজ শুনে সবাই পালিয়ে যান। তাদের ওপর আমরা কেউ ইটপাটকেল নিক্ষেপ করিনি।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা করার পরিকল্পনা করছিলেন তাঁরা। এ খবর শুনে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশের ওপর হামলা করেন। এতে আমাদের চার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর মহিলা দলের তিন নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন গতকাল রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে জিয়া মোড় থেকে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন
২৩ মিনিট আগেসাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে কালভার্টের নিচে। পুলিশ আজ সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে। মারা যাওয়া নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।
২৯ মিনিট আগেদখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৬ ঘণ্টা আগে