Ajker Patrika

ভোটের দিন কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো: লাঙ্গলের প্রার্থী

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯: ১৭
ভোটের দিন কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো: লাঙ্গলের প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হবে না, এমন আশঙ্কার কথা প্রকাশ করে তিনি আজ শনিবার বিকেলে তাঁর ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। 

আজ বিকেলে মোবাইল ফোনে তিনি বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

জাপা প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘ভোটের পরিবেশ এত দিন ভালো ছিল। এখন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগও নেই।’ 

তিনি আরও বলেন, ‘গত রাতে (শুক্রবার) আওয়ামী লীগের প্রার্থী (মো. শাহাব উদ্দিন) প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিকে ডেকে বলেছেন—যার যার সেন্টারে পাস করিয়ে দিতে হবে। এই তথ্যও আমার কাছে আছে। হঠাৎ করে তারা প্ল্যান পাল্টিয়েছে। তাহলে আমি কেন পাল্টাব না? ভোটের দিন কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।’ 

কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে কি না জানতে চাইলে জাপার এ প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। বরং মন্ত্রী (আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন) ও তার পরিবারের এত সমালোচনা করেছি, কিন্তু তারা বিন্দু পরিমাণ আমাকে কোনো ধরনের কাউন্টার দেয়নি।’ 

তিনি আরও বলেন, ‘শুধু তা-ই নয়, প্রশাসনের ওপর আমার কোনো ধরনের অভিযোগ নেই। বড়লেখা-জুড়ী উপজেলার পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা সব সময় আমার সঙ্গে যোগাযোগ করেছেন, সর্বাত্মক সহযোগিতা করেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার—সবাই যোগাযোগ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত