নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের জামাতের স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার বেশির ভাগ মানুষ প্রতিবছর সদরঘাট দক্ষিণপাড়া এলাকার সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। সম্প্রতি সৈয়দ আলী ঈদগাহের জায়গার ওয়াকফের কাগজ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে পশ্চিমপাড়ার লোকজনের সঙ্গে তাদের দ্বন্দ্বের সৃষ্টি হয়।
গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত নিয়ে আলোচনা করতে দুই পক্ষের মুরব্বিরা সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে জড়ো হন। আলোচনা শেষে মসজিদের সামনে আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন ওই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়া। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন নামাজি ও আমলদার মানুষ ছিলেন।
এদিকে আব্দুল কাইয়ুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, সদরঘাট গ্রামে ঈদের জামাতকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।’
হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের জামাতের স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার বেশির ভাগ মানুষ প্রতিবছর সদরঘাট দক্ষিণপাড়া এলাকার সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। সম্প্রতি সৈয়দ আলী ঈদগাহের জায়গার ওয়াকফের কাগজ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে পশ্চিমপাড়ার লোকজনের সঙ্গে তাদের দ্বন্দ্বের সৃষ্টি হয়।
গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত নিয়ে আলোচনা করতে দুই পক্ষের মুরব্বিরা সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে জড়ো হন। আলোচনা শেষে মসজিদের সামনে আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন ওই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়া। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন নামাজি ও আমলদার মানুষ ছিলেন।
এদিকে আব্দুল কাইয়ুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, সদরঘাট গ্রামে ঈদের জামাতকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।’
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে