Ajker Patrika

আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ

আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে নগরের আম্বরখানা এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা জামিল আহমদ রাজু, মুফতী আলী হায়দার, মু. আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার তাঁদের অবৈধ শাসন পাকাপোক্ত করতে গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াতের ১০দফা ঘোষণায় সরকার ভীত হয়ে পড়েছে। চলমান আন্দোলনকে দমিয়ে রাখতেই রাতের আধারে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সাহসী সিপাহশালার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ সব বন্দীদের মুক্তি দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত