ট্রেনে ছেড়ে দেওয়ায় তাড়াহুড়ো করে উঠে পড়েন মা। কিন্তু তাঁর ১১ বছরের ছেলেটি উঠতে পারেনি। তাকিয়ে দেখেন ওইটুকু ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে তিনি ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হয়েছেন মা। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে মাত্র দুই মিনিট দাঁড়ানোর পর চলতে শুরু করে। চলন্ত ট্রেনে একটা শিশুকে ওঠার চেষ্টা করতে দেখেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সে উঠতে পারেনি। তখন ‘আমার ছেলে ট্রেনে ওঠেনি’ বলে চিৎকার করে ঝাঁপ দেন এক নারী।
স্টেশনে আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থামতেই মা তাড়াহুড়ো করে উঠে পড়েন। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তাঁর ছেলেটি উঠতে পারেনি। পেছনে ফিরে মা দেখতে পান ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। তখন তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ‘আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।’
এ বিষয়ে ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ‘ছেলে ট্রেনে উঠতে পারেনি, এ জন্য চলন্ত ট্রেন থেকে মা ঝাঁপ দিয়েছেন। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
ট্রেনে ছেড়ে দেওয়ায় তাড়াহুড়ো করে উঠে পড়েন মা। কিন্তু তাঁর ১১ বছরের ছেলেটি উঠতে পারেনি। তাকিয়ে দেখেন ওইটুকু ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। এবার জীবনের ঝুঁকি নিয়ে তিনি ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হয়েছেন মা। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে মাত্র দুই মিনিট দাঁড়ানোর পর চলতে শুরু করে। চলন্ত ট্রেনে একটা শিশুকে ওঠার চেষ্টা করতে দেখেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সে উঠতে পারেনি। তখন ‘আমার ছেলে ট্রেনে ওঠেনি’ বলে চিৎকার করে ঝাঁপ দেন এক নারী।
স্টেশনে আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থামতেই মা তাড়াহুড়ো করে উঠে পড়েন। এর মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তাঁর ছেলেটি উঠতে পারেনি। পেছনে ফিরে মা দেখতে পান ছেলে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। তখন তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ‘আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।’
এ বিষয়ে ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ‘ছেলে ট্রেনে উঠতে পারেনি, এ জন্য চলন্ত ট্রেন থেকে মা ঝাঁপ দিয়েছেন। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
কক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
২ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগেদুমকিতে দলবদ্ধ ধর্ষণ মামলার ভুক্তভোগী (স্কুলছাত্রী) আত্মহত্যার পর তাঁর মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগেআজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল ৬ মার্চ (মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে র
৩ ঘণ্টা আগে