জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু উদ্বোধনের পর ৩২ ঘণ্টায় ৯৭ হাজার ৭৯৭ টাকার টোল আদায় হয়েছে। গত সোমবার রাত ১টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ১৮০ গাড়ি থেকে এই টোল আদায় করা হয়।
টোল কর্তৃপক্ষ জানায়, সেতু উদ্বোধনের পর প্রথম দিনে ৭৫ হাজার ২৩৭ টাকা টোল আদায় করা হয়। এখন পর্যন্ত ৩২ ঘণ্টায় সেতুর দক্ষিণ প্রান্তে ৯৪১টি গাড়ি থেকে ৫৪ হাজার ৬০ টাকা আয় হয়েছে। উত্তর প্রান্তে ৬৭৪টি গাড়ি থেকে টোল আদায় করা হয়েছে ৪৩ হাজার ৭৩৭ টাকা।
টোল প্লাজায় দায়িত্বরত ম্যানেজার আব্দুল কুদ্দুস তালুকদার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকা বলেন, সেতুটি উদ্বোধনের পর থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৫০ শতাংশই মোটরসাইকেল ও ছোট গাড়ি। সেই তুলনায় বড় যানবাহন অনেকটাই কম। ফলে চারটি কাউন্টারের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। যানবাহন চলাচল বাড়লে বন্ধ থাকা অপর দুই কাউন্টারও চালু করা হবে।
অন্যদিকে, চলাচল শুরু হওয়ার পর থেকেই বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে টোল আদায়ের দুটি ব্যারিকেড ভেঙে ফেলেছে।
উল্লেখ্য, গত সোমবার কুশিয়ারা সেতুর ওপর নির্মিত সিলেট বিভাগের সবচেয়ে বড় রাণীগঞ্জ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে রাণীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে সারা দিন বিনা টোলে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপর রাত ১টা থেকে টোল আদায় শুরু হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু উদ্বোধনের পর ৩২ ঘণ্টায় ৯৭ হাজার ৭৯৭ টাকার টোল আদায় হয়েছে। গত সোমবার রাত ১টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ১৮০ গাড়ি থেকে এই টোল আদায় করা হয়।
টোল কর্তৃপক্ষ জানায়, সেতু উদ্বোধনের পর প্রথম দিনে ৭৫ হাজার ২৩৭ টাকা টোল আদায় করা হয়। এখন পর্যন্ত ৩২ ঘণ্টায় সেতুর দক্ষিণ প্রান্তে ৯৪১টি গাড়ি থেকে ৫৪ হাজার ৬০ টাকা আয় হয়েছে। উত্তর প্রান্তে ৬৭৪টি গাড়ি থেকে টোল আদায় করা হয়েছে ৪৩ হাজার ৭৩৭ টাকা।
টোল প্লাজায় দায়িত্বরত ম্যানেজার আব্দুল কুদ্দুস তালুকদার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকা বলেন, সেতুটি উদ্বোধনের পর থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৫০ শতাংশই মোটরসাইকেল ও ছোট গাড়ি। সেই তুলনায় বড় যানবাহন অনেকটাই কম। ফলে চারটি কাউন্টারের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। যানবাহন চলাচল বাড়লে বন্ধ থাকা অপর দুই কাউন্টারও চালু করা হবে।
অন্যদিকে, চলাচল শুরু হওয়ার পর থেকেই বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে টোল আদায়ের দুটি ব্যারিকেড ভেঙে ফেলেছে।
উল্লেখ্য, গত সোমবার কুশিয়ারা সেতুর ওপর নির্মিত সিলেট বিভাগের সবচেয়ে বড় রাণীগঞ্জ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে রাণীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে সারা দিন বিনা টোলে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপর রাত ১টা থেকে টোল আদায় শুরু হয়।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৬ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৭ মিনিট আগে