সিলেট প্রতিনিধি
শিক্ষক ও হলের পানিসংকট দূরীকরণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তাঁরা। এতে করে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তারা।
পরে রাত ৯টার দিকে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হন তাঁরা।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকের সংকট ও বঙ্গবন্ধু হলের পানির সমস্যা নিয়ে গতকাল দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। এ সময় কোনো সমাধান না আসায় তাঁরা অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেন। পরে প্রশাসনিক ভবনের সামনের সিঁড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।
এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী দিলওয়ার হোসেন রাহী বলেন, ‘দীর্ঘদিন ধরে ইতিহাস বিভাগে শিক্ষকের সংকট, হলের পানির সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল শিক্ষার্থীরা অধ্যক্ষ-উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেছেন। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। দ্রুত এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।’
মুক্ত হওয়ার পর যোগাযোগ করা না গেলেও সন্ধ্যার দিকে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘প্রশাসনিক ভবনের তিনটি গেটেই তালা দেওয়া। আমি, ভাইস প্রিন্সিপালসহ আরও অনেকে অবরুদ্ধ হয়ে পড়েছি।’
তিনি আরও বলেন, ‘হলে পানির সমস্যা দূর করতে লাইন লাগিয়ে দিয়েছি। কিছুটা সমস্যা লাঘব হয়েছে। বাজেট না এলে আমি তো কাজ করতে পারছি না। ইতিহাস বিভাগে শিক্ষক নেই, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। এটার সমাধান তো আমার হাতে নেই।’
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘কলেজের অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক কলেজে অবরুদ্ধ ছিলেন। পরে রাত ৯টার দিকে তাঁদের বের করা হয়েছে। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
শিক্ষক ও হলের পানিসংকট দূরীকরণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তাঁরা। এতে করে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তারা।
পরে রাত ৯টার দিকে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হন তাঁরা।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকের সংকট ও বঙ্গবন্ধু হলের পানির সমস্যা নিয়ে গতকাল দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। এ সময় কোনো সমাধান না আসায় তাঁরা অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেন। পরে প্রশাসনিক ভবনের সামনের সিঁড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।
এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী দিলওয়ার হোসেন রাহী বলেন, ‘দীর্ঘদিন ধরে ইতিহাস বিভাগে শিক্ষকের সংকট, হলের পানির সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল শিক্ষার্থীরা অধ্যক্ষ-উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেছেন। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। দ্রুত এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।’
মুক্ত হওয়ার পর যোগাযোগ করা না গেলেও সন্ধ্যার দিকে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘প্রশাসনিক ভবনের তিনটি গেটেই তালা দেওয়া। আমি, ভাইস প্রিন্সিপালসহ আরও অনেকে অবরুদ্ধ হয়ে পড়েছি।’
তিনি আরও বলেন, ‘হলে পানির সমস্যা দূর করতে লাইন লাগিয়ে দিয়েছি। কিছুটা সমস্যা লাঘব হয়েছে। বাজেট না এলে আমি তো কাজ করতে পারছি না। ইতিহাস বিভাগে শিক্ষক নেই, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। এটার সমাধান তো আমার হাতে নেই।’
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘কলেজের অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক কলেজে অবরুদ্ধ ছিলেন। পরে রাত ৯টার দিকে তাঁদের বের করা হয়েছে। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জেলা শহরের থানাপাড়া এলাকায় বিএনপি নেতা
২৬ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া থানা হাজতে দূর্জয় চৌধুরী (২৫) নামে যুবক আত্নহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। তারা আজ শুক্রবার ভোররাতে তাঁর লাশ দেখতে পান তারা। এর আগে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগে থানায় গিয়ে অফিস সহকারি দূর্জয়কে পুলিশের হাতে দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
১ ঘণ্টা আগেউদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। তখন বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে