Ajker Patrika

এমসি কলেজে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ কর্মকর্তারা

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৩০
এমসি কলেজে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ কর্মকর্তারা

শিক্ষক ও হলের পানিসংকট দূরীকরণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তাঁরা। এতে করে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তারা। 

পরে রাত ৯টার দিকে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হন তাঁরা। 
 
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকের সংকট ও বঙ্গবন্ধু হলের পানির সমস্যা নিয়ে গতকাল দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। এ সময় কোনো সমাধান না আসায় তাঁরা অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেন। পরে প্রশাসনিক ভবনের সামনের সিঁড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। 
 
এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী দিলওয়ার হোসেন রাহী বলেন, ‘দীর্ঘদিন ধরে ইতিহাস বিভাগে শিক্ষকের সংকট, হলের পানির সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল শিক্ষার্থীরা অধ্যক্ষ-উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেছেন। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। দ্রুত এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।’ 

প্রশাসনিক ভবনের তিনটি গেটেই তালা লাগানো হয়। ছবি: আজকের পত্রিকা মুক্ত হওয়ার পর যোগাযোগ করা না গেলেও সন্ধ্যার দিকে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘প্রশাসনিক ভবনের তিনটি গেটেই তালা দেওয়া। আমি, ভাইস প্রিন্সিপালসহ আরও অনেকে অবরুদ্ধ হয়ে পড়েছি।’ 

তিনি আরও বলেন, ‘হলে পানির সমস্যা দূর করতে লাইন লাগিয়ে দিয়েছি। কিছুটা সমস্যা লাঘব হয়েছে। বাজেট না এলে আমি তো কাজ করতে পারছি না। ইতিহাস বিভাগে শিক্ষক নেই, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। এটার সমাধান তো আমার হাতে নেই।’ 

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘কলেজের অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক কলেজে অবরুদ্ধ ছিলেন। পরে রাত ৯টার দিকে তাঁদের বের করা হয়েছে। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত