সিলেট প্রতিনিধি
সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ (৫৬) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সাইফুদ্দীন আহম্মদ চতুর্দশ বিসিএসের কর্মকর্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। তিনি বলেন, ‘উনার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোকাহত। কালও আমরা এক সঙ্গে ছিলাম। এভাবে উনার চলে যাওয়া আমাদেরকে খুবই ব্যথিত করেছে। তাঁর মৃত্যুতে কলেজের শনিবারের নজরুলের জন্মবার্ষিকী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আমরা রোববার কলেজে দোয়া-মাহফিল করব। তাঁর জন্য সবাই দোয়া করবেন।’
জানা যায়, প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মদনমোহন কলেজে ভাইভা পরীক্ষা নিতে যান। সেখান থেকে বাসায় ফিরে অসুস্থতা অনুভব করেন। পরে বিকেলে আসর নামাজ পর তাঁকে সিলেটের হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁর হার্টের পাশাপাশি কিডনির সমস্যার কথা বলেন। তখন তাঁকে সেখান থেকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে সিসিউতে ভর্তি করা হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা পার্ক ভিউ মেডিকেলে প্রেরণ করেন। সেখানে নেওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার সকাল ৭ টার দিকে এমসি কলেজের কলাভবনের সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ ১৯৬৮ সালের ১ লা জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তাঁর চাকরিজীবন শুরু হয় ১৯৯৩ সালের ১৭ ই নভেম্বর নবীনগর সরকারি কলেজে প্রভাষক হিসেবে। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমসি কলেজের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পরে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০০৬ সালে সিলেট সরকারি মহিলা কলেজে যোগদান করেন। ২০১৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান এবং ২০১৮ সালের ১ পহেলা এপ্রিল উপাধ্যক্ষ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন। পরে তিনি সবশেষ গত বছরের ২৪ মে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি হয়ে আসেন। সেই থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।
সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ (৫৬) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সাইফুদ্দীন আহম্মদ চতুর্দশ বিসিএসের কর্মকর্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। তিনি বলেন, ‘উনার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোকাহত। কালও আমরা এক সঙ্গে ছিলাম। এভাবে উনার চলে যাওয়া আমাদেরকে খুবই ব্যথিত করেছে। তাঁর মৃত্যুতে কলেজের শনিবারের নজরুলের জন্মবার্ষিকী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আমরা রোববার কলেজে দোয়া-মাহফিল করব। তাঁর জন্য সবাই দোয়া করবেন।’
জানা যায়, প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মদনমোহন কলেজে ভাইভা পরীক্ষা নিতে যান। সেখান থেকে বাসায় ফিরে অসুস্থতা অনুভব করেন। পরে বিকেলে আসর নামাজ পর তাঁকে সিলেটের হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁর হার্টের পাশাপাশি কিডনির সমস্যার কথা বলেন। তখন তাঁকে সেখান থেকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে সিসিউতে ভর্তি করা হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা পার্ক ভিউ মেডিকেলে প্রেরণ করেন। সেখানে নেওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার সকাল ৭ টার দিকে এমসি কলেজের কলাভবনের সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ ১৯৬৮ সালের ১ লা জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তাঁর চাকরিজীবন শুরু হয় ১৯৯৩ সালের ১৭ ই নভেম্বর নবীনগর সরকারি কলেজে প্রভাষক হিসেবে। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমসি কলেজের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পরে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০০৬ সালে সিলেট সরকারি মহিলা কলেজে যোগদান করেন। ২০১৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান এবং ২০১৮ সালের ১ পহেলা এপ্রিল উপাধ্যক্ষ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন। পরে তিনি সবশেষ গত বছরের ২৪ মে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি হয়ে আসেন। সেই থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত গত শুক্রবার তাদের চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের।
১ মিনিট আগেগাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ভোর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
১৩ মিনিট আগেনাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদুল ইসলামের হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
৩১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
৩৬ মিনিট আগে