Ajker Patrika

হামলা মামলায় সিলেটে ৫ আ.লীগ নেতা কারাগারে

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৯: ২৪
সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে। ছবি: আজকের পত্রিকা
সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সিলেটের গোলাপগঞ্জের পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী প্রীতিষ দত্ত পিংকু। তিনি জানান, তাঁরা আদালতে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তাঁরা হলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাবেক পৌর কাউন্সিলর এম ফজলুল আলম ফজলু, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাদেক আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে এই পাঁচ নেতার বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত