Ajker Patrika

সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২১: ৫৫
সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, সড়ক অবরোধ

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে শহরতলির দক্ষিণ সুমরার বাইপাস সড়কের গালিমপুর রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন অটোরিকশার চালক এবং অপরজন অটোরিকশার যাত্রী।

অটোরিকশার চালকের নাম তাহের মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামের চান মিয়ার ছেলে। আর নিহত যাত্রী আব্দুল লতিফ (৪২) সিলেটের বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট গ্রামের ফিরোজ আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী জানান, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক এবং যাত্রীরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অটোরিকশার চালক তাহেরকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর অটোরিকশার যাত্রী লতিফ মারা যান।

এদিকে, দুর্ঘটনার পর পিকআপ ও এর চালককে পুলিশ ছেড়ে দেয়। এরপর অটোরিকশার চালকের মৃত্যুর খবর পেয়ে অটোরিকশার শ্রমিকেরা দক্ষিণ সুরমার চণ্ডীপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পিকআপ চালককে আটকের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত